
বাগেরহাট, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর পক্ষে ব্যাপক প্রচারণা চালান নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গাড়ফার হাটে কয়েক ঘণ্টাব্যাপী এই প্রচারণা চলে।
পরে সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় এডভোকেট দিপু বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করুন। তবেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
৩১ দফা প্রতিশ্রুতির হ্যান্ডবিল বিতরণে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সাধারণ মানুষের কাছে। এই সময়ে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট, হাটের প্রবেশপথ এবং পথচারীদের হাতে ৩১ দফা অঙ্গীকারনামা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন। হ্যান্ডবিলে স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের সহায়তা, দুর্নীতিমুক্ত প্রশাসন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে।
এ সময় মোল্লাহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।