পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): ইসরাইলি নিরাপত্তা বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় দুই জন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। 

এই নিহত দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণরত ও নিরস্ত্র অবস্থায় দেখা গেছে।

ইসরাইলের সেনাবাহিনী ও পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা পশ্চিম তীরে দখলকৃত অঞ্চলে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করার বিষয়টি তদন্ত করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিনে এই নৃশংস ঘটনাকে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে। 

অন্যান্য বিভিন্ন সংস্থার মতো এএফপিও ঘটনাটিকে ভিন্ন আঙ্গিকে দেখছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করেছে। 

তারা হলেন— ৩৭ বছর বয়সী ইউসেফ আলী আসা’সা ও ২৬ বছর বয়সী আল-মুন্তাসির বিল্লাহ মাহমুদ আবদুল্লাহ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকে ‘তাৎক্ষণিক মৃত্যুদণ্ড’ হিসাবে চিহ্নিত করেছে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি ছিল ‘নির্দয়’।

তারা এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে যে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দ্রুত গুলি চালানো বাহিনীকে সমর্থন করে বলেন,  ‘সন্ত্রাসীদের মরতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন
১০