ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের বৈঠক শুরু

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ আপডেট: : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫১
ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের বৈঠক। ছবি: বাসস

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবালয়ের সচিবসহ পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ের প্রস্তুতি, ভোটের আগে-পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সময়সীমা, ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন— এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হতে পারে।

সভায় নির্বাচনী পরিবেশ সুরক্ষা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, সহিংসতা প্রতিরোধ, সমন্বয় ব্যবস্থা জোরদারকরণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফায় প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত
নাটোরে নারীর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল
ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯
চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু, আহত ২
জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না: বিএনপি নেতা স্বপন
প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় পুতুলের ৫ বছরের কারাদণ্ড
দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে নাগরিকদের ভোটাধিকার গুরুত্বপূর্ণ : মঞ্জু
প্লট বরাদ্দে জালিয়াতি: সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড
ময়মনসিংহ রেঞ্জে নতুন চার পুলিশ সুপার যারা
১০