জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না: বিএনপি নেতা স্বপন

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:০৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

বরিশাল, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা এটা বুঝতে ভুল করেছিলেন। 

তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হয়। শেখ হাসিনা এটা বোঝেননি। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। তাই তাদের সঙ্গে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যার আগে গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিযোগিতার মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে। শেখ হাসিনা দেশের মানুষকে সেই প্রতিভা চর্চার প্রতিযোগিতা করতে দেয়নি। এ ভুলের কারণেই জনগণের তাড়া খেয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের সাবধান থাকতে হবে। জনগণের মনের অবস্থা বুঝে রাজনীতি করতে হবে। 

তিনি বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম ও আমার সালাম পৌঁছে দিতে হবে। তাদের দোয়া ও ভালোবাসা পেতে হবে।

কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের সমন্বয়ক মো. ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন মিঞা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২২
স্ত্রীসহ সাবেক হুইপ ইকবালুর রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফটিকছড়িতে দুই ভাই হত্যা মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার
যারা স্বাধীনতা মানে না, তারা দেশের কল্যাণ করতে পারবে না: আসাদুল হাবিব দুলু
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প
মাদকমুক্ত নিরাপদ সামাজিক পরিবেশের নিশ্চয়তা চান শৈলকুপার ভোটাররা
বরগুনায় সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
সুনামগঞ্জে তারুণ্য উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা গ্রীন ক্যাম্পেইন 
কাপ্তাইয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ
১০