ফটিকছড়িতে দুই ভাই হত্যা মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৫১
জেলার ফটিকছড়িতে দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ছবি : বাসস

চট্টগ্রাম, (উত্তর) ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার  ফটিকছড়িতে দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় হাটহাজারী থানাধীন ফটিকা কামাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) ও আনোয়া পাশা বকুল (৬২)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল হাটহাজারীর ফটিকা কামাল এলাকা থেকে পলাতক মূল আসামি ওসমান গনি মানিককে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একই উপজেলার কড়িয়ারদিঘি এলাকা থেকে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক তিন আসামিকে র‌্যাব-৭ আমাদের কাছে হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আলমগীর নামের আপন দুই ভাইকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ছোট ভাই রাসেল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি
অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন জহির
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
খুলনায় ক্রীড়া সামগ্রী বিতরণ
দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী জনসভা
ডিজিটাল সেন্টারের আলোয় বদলে যাওয়া এক গ্রামের গল্প : কেন্দ্রবিন্দুতে উদ্যোক্তা লাভলী রানী
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ, উচ্ছ্বসিত নগরবাসী
১০