চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৫
বৃহস্পতিবার জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) জেলার জীবননগর উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে শিশু খাদ্য, বীজ সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর তদারকি করা হয়। 

এ সময় বিভিন্ন প্রকার বীজ সঠিকভাবে বিক্রি না করায় আব্বাস উদ্দিন এর প্রতিষ্ঠান মেসার্স জোয়ার্দার বীজ ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও খালেদ মাসুদ এর প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত বীজ বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। 

সহযোগিতায় ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
১০