
বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্কসহ নানা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্ক ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে তাদের যোগ্যতা ও নেতৃত্বগুণ আরও বিকশিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা দিপঙ্কর বালা, গৌতম চন্দ্র রায়, সমীরোন বিশ্বাস, মার্জান খানম, সঞ্জয় সাহা, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস ও মো. ইকরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তারুণ্যের উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।