আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারী কলেজ চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:২১

শরীয়তপুর, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর সরকারী কলেজ।

বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকারী শামসুর রহমান কলেজকে ৪-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে শরীয়তপুর সরকারী কলেজ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ-জামান, উপ-পরিচালক স্থানীয় সরকার মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাসুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান।

টুর্নামেন্টে শরীয়তপুর জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে।

রানার্স-আপ সরকারী শামসুর রহমান কলেজের খেলোয়াড় ইয়ামিন হোসেন ফাইনালের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। টুর্নামেন্ট সেরা হয়েছেন শরীয়তপুর সরকারী কলেজের মো: জাকির। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয় করেছেন রানার্স-আপ দলের মো: মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি 
১০