তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩১
ঝালকাঠিতে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝালকাঠি, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বদলাতে তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ ও অব্যাহত প্রচেষ্টা। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। তাদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবল আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি। আজকের তরুণদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে।

ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইন্টারনেটের যুগে মোবাইল ব্যবহারের অনেক সুফল রয়েছে। উন্নত দেশের শিক্ষার্থীরা মোবাইলের যথাযথ ব্যবহার করে নিজেদের এগিয়ে নিচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ মোবাইলের অপব্যবহার করছে, যা তাদের সুন্দর ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। 

এসময় তিনি মোবাইল এডিকশন ড্রাগ এডিকশনের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন। দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমরানা পারভীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক এস এম তাহেরুজ্জামান সেলিম ও কলেজের সহকারী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। একইসঙ্গে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে পোশাক কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
খুলনায় কৃষক মাঠ দিবস পালিত
অভ্যুত্থানের চেষ্টার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড 
তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফল নোবিপ্রবি  
বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ প্রদান
১০