
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর এ ব্লকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টা ১৪ মিনিটে বিএমইউ-এর ‘এ’ ব্লকের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পাওয়ার মাত্র ছয় মিনিট পর, সকাল ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহত বা কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।