জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫১

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে বলে মঙ্গলবার স্লোভেনীয় মিশন জানিয়েছে। তারা ডিসেম্বর থেকে কাউন্সিলে সভাপতিত্ব করবে। জাতিসংঘ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। 

১৫টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা ৪ ডিসেম্বর দামেস্ক সফর করবেন, সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে তারা এ সফর করবেন।

মিশন সাংবাদিকদের জানিয়েছে. কূটনীতিকরা সেখানে নতুন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও রয়েছেন।

জাতিসংঘ সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করার সময়, নিরাপত্তা পরিষদ সম্প্রতি একজন সাবেক জিহাদি আল-শারা'র বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রূপান্তর কার্যকর করার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ৫ ডিসেম্বর বৈরুতে যাবেন এবং পরের দিন অন্তর্বর্তীকালীন বাহিনী (আইএনএফআইএল) এর শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণে যাবেন। লেবাননে ১৯৭৮ সাল থেকে লেবানন ও ইসর্ইালের মধ্যে বাফার হিসেবে জাতিসংঘের কাজ করার পর এই বাহিনী ২০২৭ সালের শেষ নাগাদ দেশ ত্যাগ করবে।

সফরটি এমন এক সময়ে শুরু হয়েছে যখন লেবানন ইসরাইলের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল
রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল
নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে চিতলমারীতে আলোচনা সভা 
চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন প্রধান নির্বাচন কমিশনারের
খুলনায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
সুনামগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 
তীব্র অনাহারের সম্মুখীন দক্ষিণ সুদানের অর্ধেক মানুষ 
১০