নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
ছবি : বাসস

নাটোর, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। 

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বক্তারা বলেন, প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে নাটোর এখন সমৃদ্ধ জনপদ। খামারিদের মনোভাব, বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণে সুফল পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে। ৩০টি ষ্টলে প্রদর্শিত মেলায় বিভিন্ন প্রাণি ও প্রযুক্তির প্রদর্শন করা হচ্ছে।

সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকল উপজেলা পর্যায়ে গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি। 

২৯ নভেম্বর কৃত্রিম প্রজনন সেবা এবং বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প আয়োজন। ৩০ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন। ১ ডিসেম্বর ‘প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্ত এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা। ২ ডিসেম্বর সমাপনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার সকল উপজেলায় একই অনুষ্ঠান আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
৪৯তম বিসিএসের ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
১০