
বাগেরহাট, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’ উপলক্ষে জেলার চিতলমারীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে এবছর আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গতকাল দুপুর ১২টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও প্রযুক্তিনির্ভর হয়রানি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হলে নিরাপদ সমাজ গড়া সম্ভব।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদানে সরকার সর্বদা পাশে রয়েছে।
কেউ নির্যাতনের শিকার হলে নীরব না থেকে দ্রুত সহায়তা চাইতে হবে।’
উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ ফয়সল ডিজিটাল নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ‘অনলাইনে হয়রানি ও ব্ল্যাকমেইলিং এখন বড় চ্যালেঞ্জ। ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি অফিস প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক ম্যানেজার গৌতম সরকার, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রুমান হুসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা সাথী হালদার ও উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) রঞ্জন হালদার প্রমুখ।