চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩১
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’  এ শ্লোগানকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।  

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মেলা চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।  চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি,  জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ,  খামারী আরিফ হোসেন প্রমুখ। 

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৪ টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, গাড়ল, কবুতর, ও মুরগী রয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন,  প্রাণিসম্পদ হলো প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণিগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণিগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা
বরিশালে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা
শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু 
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮ 
উত্তর-পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান ঘোষণা
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
৪৯তম বিসিএসের ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
১০