ফেনীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৪ আপডেট: : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫০

ফেনী, ২৫ নভেম্বর,২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনিরা হক টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য জয়নাল আবেদিন, শাহ ওয়ালী উল্লাহ মানিক, কপিল মাহমুদ রিয়াজ ও শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘খেলাধুলা মনন এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে।

বর্তমান সময়ে নানারকম অসঙ্গতি আছে, এরমধ্যে আমরা যদি খেলাধুলা ধরে রাখি তাহলে তা আমাদের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করবে।’  জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের যুব সমাজকে যেমন শিক্ষিত হতে হবে, তেমনি যুব সমাজের শারীরিক গঠন ঠিক রাখতে হবে। স্বাস্থ্য ঠিক না থাকলে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে না। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে যুব সমাজ উদ্ধুদ্ধ হবে এবং জাতি গঠনে ভূমিকা রাখবে।”

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুলগাজী সরকারি কলেজ ও ন্যাশনাল কলেজ এবং দ্বিতীয় ম্যাচে ফেনী সরকারি কলেজ ও ছাগলনাইয়া সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি
আরও ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ 
আবুধাবিতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক
রেমিট্যান্স প্রবাহে অব্যাহত প্রবৃদ্ধি
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ ও লিফলেট বিতরণ 
ঢাকা থেকে বিশ্ব : কাবাডি বিশ্বকাপ সফল আয়োজনে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
চাঁদপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫
বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল 
১০