
চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুইটি বেকারিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরের ষোলশহর ও রুবি গেট এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিএসটিআইর অনুমতিবিহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন উৎপাদিত পণ্য সংরক্ষণ ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে রুবি গেইট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ষোলশহর টিঅ্যান্ডটি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।