বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৫
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : কানাডার আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক সিনিয়র সহকারী উপমন্ত্রী এবং প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ তার প্রথম বাংলাদেশ সফর শেষ করে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এখানে কানাডিয়ান হাইকমিশন আজ জানিয়েছে, এ সফরের সময় উইলশ পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সাথে দেখা করেন। উইলশ সাক্ষাতকালে উভয় দেশের টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা করেছেন। 

বর্ধিত সহযোগিতার জন্য চিহ্নিত প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃষি, দুষণমুক্ত প্রযুক্তি ও বিনিয়োগ, যা অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বাণিজ্য বৈচিত্র্যকরণের জন্য অভিন্ন অগ্রাধিকার প্রতিফলিত করে।

ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সাথে দুষণমুক্ত প্রযুক্তি, কৃষি এবং মোটরগাড়ি প্রযুক্তিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার সময় উইলশ বেসরকারি খাতের সাথে সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেছেন। 

তিনি কানাডার বৃহত্তম বিনিয়োগকারী গিল্ডান অ্যাক্টিভওয়্যার; কানাডার গম, ডাল ও ক্যানোলার অন্যতম বৃহত্তম আমদানিকারক সিটিগ্রুপ; এবং কানাডিয়ান গম ও সারের প্রধান ক্রেতা এসিআই লিমিটেড সহ প্রধান কানাডিয়ান এবং বাংলাদেশী কোম্পানিগুলির সাথেও যোগাযোগ করেন।

হাই কমিশন জানিয়েছে, এসব আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, সরবরাহ শৃঙ্খল জোরদার এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে পারস্পরিক আগ্রহের উপর আলোকপাত করা হয়েছে।  

হাই কমিশন আরও জানিয়েছে যে, এই সফরটি সরকার ও শিল্প ক্ষেত্রে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার কানাডার ইচ্ছাকে তুলে ধরেছে যাতে স্থিতিশীল, টেকসই ও পারস্পরিকভাবে কল্যাণজনক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করে এমন নতুন সুযোগ উন্মোচন করা যায়।

কানাডা-বাংলাদেশ বাণিজ্য ২০২৪ সালে ৩.২৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা প্রায় ২৭,৫৩৭ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি 
১০