নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

নারায়ণগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম এবং তার স্ত্রী চাঁদ সুলতানার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। গত সোমবার (২৫ নভেম্বর) দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এজাহার দুটি দায়ের করেন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. মশিউর রহমান।

দুদক জানায়, প্রথম মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক মোরশেদ আলমের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ ২ হাজার ৬১৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, তিনি দীর্ঘ চাকরিজীবনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে উক্ত সম্পদ অর্জন করেন।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী চাঁদ সুলতানা ও মোরশেদ আলমকে আসামি করা হয়েছে। ওই মামলায় চাঁদ সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ১৯৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ রয়েছে।

দুদক বলেছে, মোরশেদ আলম তার চাকরিজীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রী চাঁদ সুলতানার নামে ক্রয় দেখিয়ে পরস্পর যোগসাজশে ভোগদখলে রাখেন।

মামলা দুইটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা উল্লেখ্য করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি 
১০