
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে দলটি।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, তিনি দুপুর ১টায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে দেখা করেন।
সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-তে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।