এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে এ্যানফিল্ডে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুর। এর ফলে গত ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে ফলাফলের রেকর্ড ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে অল রেডসদের। 

এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচে নবম পরাজয়ের তিক্ত স্বাদ পেল আর্নে স্লটের দল। আর এতেই কোচ হিসেবে স্লটের ভবিষ্যত আরো একবার শঙ্কার মধ্যে পড়েছে। ইতোমধ্যেই তার বিদায় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। 

এ্যানফিল্ডে ম্যাচের ৬ মিনিটেই লিড পায় পিএসভি। বক্সের ভিতর ভার্জিল ফন ডাইকের হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় ডাচ জায়ান্ট পিএসভি। স্পট কিক থেকে অভিজ্ঞ ক্রোয়েট উইঙ্গার ইভান পেরিসিচ সফরকারীদের এগিয়ে দিতে কোন ভুল করেননি।  

যদিও দ্রুতই ম্যাচে ফিরে লিভারপুল। ১০ মিনিট পর কোডি গাকপোর শট ঠিকমত ধরতে ব্যর্থ হন পিএসভি গোলরক্ষক মাতে কোভার। সেই সুযোগ ডোমিনিক সোবোজলাই লিভারপুলকে সমতায় ফেরান। ম্যাচে ফিরে রেডসরা ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয়। গাকপো রেডসদের এগিয়ে দেবার সুযোগ নষ্ট করেন। ফন ডাইকের হেড পোস্টে লেগে ফেরত আসে। 

৫৬ মিনিটে আবারো এগিয়ে যায় পিএসভি। লিভারপুলের রক্ষনভাগকে ভেঙ্গে বক্সের ভিতর ঢুকে মাওরো জুনিয়র বল বাড়িয়ে দেন গাস টিলের কাছে। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে আবারো পিএসভিকে এগিয়ে দেন টিল। ৭৩ মিনিটে রিকার্ডো পেপের শট থেকে ফিরতি বল জালে পাঠান বদলী খেলোয়াড় কুহেইব ড্রিউয়ে। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা পিএসভির জন্য তখন জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। স্টপেজ টাইমে ড্রিউয়ে কাউন্টার এ্যাটাকু থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। 

২০০৮ সালের পর কোন ইংলিশ দলের বিপক্ষে পিএসভির এটাই প্রথম জয়।

এই পরাজয়ে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ টেবিলের ১৩তম স্থানে নেমে গেছে। 

আগামী ৯ ডিসেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
১০