রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:১৫

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর হাজারীবাগ এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা-মেট্রো দক্ষিণ ইউনিট। 

গত ২৬ নভেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলো- শাহানা শিকদার (৪৫), সামীর (২৩) ও হানিফ বেপারী (৫৮)। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

সিআইডির প্রথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে একই ফ্ল্যাট বিক্রির কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। তারা প্রথমে ফ্ল্যাটটি বিক্রির প্রস্তাব দিত। পরে বলত—ফ্ল্যাটটি মর্টগেজ রাখা আছে, মালিকের জরুরি টাকার প্রয়োজন, দ্রুত টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে। এভাবে তারা ধাপে-ধাপে অগ্রিম টাকা নিত, আবার সময়ক্ষেপণ করে আরো টাকা দাবি করত।
সিআইডি জানায়, চক্রটি বন্ধুত্বপূর্ণ আচরণ ও প্রলোভন দেখিয়ে একজন ভুক্তভোগী রুপাকে (ছদ্মনাম)  ফ্ল্যাট কেনার জন্য আকৃষ্ট করে। পরবর্তীতে রুপা ফø্যাট কেনার আগ্রহ জানালে উল্লিখিত কৌশলে চক্রটি গত ২০২৫ সালের আগস্ট মাসজুড়ে তারা তার কাছ থেকে বায়নানামার মাধ্যমে ৪১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ে রেজিস্ট্রি না দিয়ে তারা গড়িমসি শুরু করে। এরপর ২৭ আগস্ট, ২০২৫ তারিখে ধানমন্ডিতে অবস্থিত একটি ব্যাংকের সামনে আসামিরা রূপা ও তার সহকারীকে মারধর করে রূপার হাতে থাকা মর্টগেজ টোকেন ছিনিয়ে নেয়।

ঘটনার পর রূপা হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে উক্ত তিন আসামিকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, চক্রটি একই ফ্ল্যাট দেখিয়ে আগে আরো কয়েকজনের কাছ থেকেও অর্থ হাতিয়েছে। এর মধ্যে মো. শাহাদাৎ হোসেনের কাছ থেকে ১২ লাখ, মো. মাহবুবুর রহমানের কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার ও মো. নান্নু মিয়া ইমনের কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা নেওয়ার তথ্য পেয়েছে সিআইডি। ২৮ আগস্ট ২০২৫ তারিখে চক্রটি একই ফ্ল্যাট ২৬ লাখ ২৫ হাজার টাকায় রওশন আরা নামে একজন মহিলার কাছে রেজিস্ট্রি করে দিয়েছে।
আসামিরদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণে বিজিএমইএ ও লেকট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নারী দরদাতারা পিপিআর,২০২৫-এ নারী-বান্ধব বিধানের প্রশংসা করেছেন
ফরাসি রাষ্ট্রদূতের এনসিপি কার্যালয় পরিদর্শন
সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হবে শুক্রবার
বাংলাদেশের তিল রপ্তানি বৃদ্ধিতে টোকিওতে প্রকল্প উদ্বোধন
১০