
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে আজকের লেনদেন। আজ ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৪ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৮২টি শেয়ার লেনদেন হয়েছে। দিনের শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৭২ টাকা।
সর্বশেষ তথ্য অনুযায়ী আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮.৩৪ পয়েন্ট বেড়ে ৫,০২৮.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে ১,৯৩৪.১১ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.২৩ পয়েন্ট বেড়ে ১,০৫৬.৮৪ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেনকৃত ৩৭৯টি কোম্পানির মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৩৬টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৭৩টি।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি (টাকায়) : খান ব্রাদার্স পিপি, শাহজীবাজার পাওয়ার, বিচ হ্যাচারি, বারাকা পতেঙ্গা, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, রহিমা ফুড, মুন্নু সিরামিকস ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি : রহিমা ফুড, জিকিউ বল পেন, দেশ গার্মেন্টস, কে অ্যান্ড কিউ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্স, মুন্নু সিরামিকস, বিচ হ্যাচারি, মুন্নু অ্যাগ্রো ও বিডি অটোকার্স।
দর পতনে শীর্ষ ১০ কোম্পানি : পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি, এফএএস ফাইন্যান্স, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও সাইফ পাওয়ার।
‘এ’ ক্যাটাগরিতে অগ্রগতি বেশি :
‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ২০৭টি ইস্যুতে। এর মধ্যে ৯২টির দাম বেড়েছে, ৮০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৩৫টি শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে ইতিবাচক ধারা অব্যাহত ছিলো। আজ ‘বি’ ক্যাটাগরির ৭৭টি ইস্যুর মধ্যে ৩৮টি অগ্রগতি রেকর্ড করেছে, ২৩টি হ্রাস পেয়েছে এবং অপরিবর্তিত ছিল ১৬টি।
এছাড়া আজ ‘এন’ ক্যাটাগরিতে একটি মাত্র ইস্যুর লেনদেন হয় এবং সেটি মূল্যহ্রাস পায়।
‘জেড’ ক্যাটাগরিতে মিশ্র প্রবণতা ছিলো : ‘জেড’ ক্যাটাগরিতে মোট ৯৪টি ইস্যুর মধ্যে ৪০টির দাম বৃদ্ধি এবং ৩২টির পতন দেখা যায়। অপরিবর্তিত ছিল ২২টির দাম।
মিউচুয়াল ফান্ড ও বন্ড লেনদেন : আজ মিউচুয়াল ফান্ডে ৩৫টি ইস্যুর মধ্যে ৫ টির দাম বেড়েছে, ১৭ টি কমেছে এবং ১৩টি অপরিবর্তিত ছিল।
করপোরেট বন্ডে ২টি ইস্যুর লেনদেনে একটি বেড়েছে এবং একটি কমেছে।
সরকারি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি।