
খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) :জেলার রূপসা উপজেলা পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রূপসা অফিসার্স ক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, যুব উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএ আনোয়ার-উল কুদ্দুস, ক্রীড়া কমিটির সদস্য প্রভাষক বাশির আহম্মেদ লালু, প্রধান শিক্ষক অমলনাথ শিকদার, মাদ্রাসা সুপার শফিউদ্দিন নেছারী, প্রধান শিক্ষক রমেশ দাস, ক্রীড়া শিক্ষক আ. রহমান ঢালী, রাজীব হাসান মুন্না, নুরুল আমিন পাপ্পু, খালিদ ফেরদৌস প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।