
রংপুর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশিত হয়েছে। এ খবরে উচ্ছ্বসিত নগরের বাসিন্দারা। তারা বলছেন, শুধু গেজেট প্রকাশে থেমে থাকলে হবে না, দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তারা বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশিত হওয়ায় আমরা আনন্দিত, তবে দ্রুত এর বাস্তবায়ন চাই।
পরিকল্পিত নগরায়নসহ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল বুধবার রাতে এ সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
রংপুর জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলশ্রুতিতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত একটি নগরীর অপেক্ষায় রয়েছেন রংপুর বাসী।
তিনি আরও বলেন, বর্তমান রংপুর একটি অপরিকল্পিত নগরায়নের নগরীতে পরিণত হয়েছে। চারপাশে বহুতল ভবন গড়ে উঠছে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে। নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অন্যান্য রাস্তাঘাট, ফুটপাত সবই এখন অন্যের দখলে। তাই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটা পরিচ্ছন্ন, পরিকল্পিত সবুজ গোছানো নগরী হবে রংপুর সেই প্রত্যাশায় আছি।
এদিকে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের ফাইলবন্দি অবস্থার অবসান হয়েছে। এখন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন রংপুরবাসী।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেক বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গেজেটেই সীমাবদ্ধ দেখতে চাই না আমরা। এটি দ্রুত বাস্তবায়িত হলে অবহেলিত রংপুর কিছুটা হলেও উপকৃত হবে। অপরিকল্পিত নগরায়ন থেকে বের হয়ে আসবে রংপুর শহর।