দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী জনসভা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:২৫
ছবি : বাসস

দিনাজপুর, ২৭ নভেম্বর, ২০২৫(বাসস) : দিনাজপুর সদর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বেগম খালেদা জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভোটের প্রচারণা চলছে।

আজ বৃহসপতিবার দুপুর আড়াই টায় জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি প্রার্থী বেগম খালেদা জিয়া পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,জেলা বিএনপির সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল। তিনি তার বক্তব্যে বিএনপি নেতাকর্মী,সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী দিনাজপুরে কন্যা, আমাদের গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবারে প্রথম এই আসনে প্রার্থী হয়েছেন। আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করতে দলমত নির্বিশেষে এই আসনে ধানের শীষ মার্কার গনজোয়ার সৃষ্টি করে সারা দেশের জনগনকে অবগত করতে চাই। 

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেত্রীকে পবিত্র আমানত মনে করে আমরা সব নেতাকর্মী ও সমর্থকেরা একযোগ হয়ে তার নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করবো। আমরা এই আসনের গ্রামে- গঞ্জে প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো।তিনি এ ভাবে ধানের শীষের প্রচারে এগিয়ে যাওয়া আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি তার বক্তব্যে বলেন, আজ আমরা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসেছি। তিনি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ করার স্বার্থে দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার আহ্বান জানান।

জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমীর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজমুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, জেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগম, সদস্য সচিব সায়কা বেগমসহ জেলা ও সদর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
১০