মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:০৯

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন কেলেঙ্কারিতে জড়াল অনুষ্ঠানটির দুই মালিক। একজনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ, অন্যজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে।

মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গত সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মিস মেক্সিকো বিজয়ী হন। পুরো আয়োজনেই নাটকীয়তা ছিল। প্রতিযোগিতা চলাকালে বিজয়ী ও আয়োজকের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দেয়।

আদালতের এক থাই কর্মকর্তা বুধবার এএফপিকে জানান, প্রতিযোগিতার সহ-মালিক থাই মিডিয়া ব্যবসায়ী অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, তিনি ৯ লাখ ৩০ হাজার ডলারের জালিয়াতি করেছেন।

একজন প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন, জাকাপং তার কোম্পানি জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ করতে রাজি করানোর সময় জালিয়াতি করেছেন এবং তথ্য গোপন করেছেন। জেকেএন গ্লোবাল গ্রুপই প্রতিযোগিতার সহ-মালিক।

একই দিনে মেক্সিকোর ফেডারেল প্রসিকিউটর জানায়, অপর সহ-মালিক মেক্সিকান ব্যবসায়ী রাউল রোচা কান্তুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জ্বালানি তেল চোরাচালানের তদন্ত চলছে।

প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে বলেছে, ‘গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এর ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নেওয়া যাবে।’

সংস্থাটি জানিয়েছে, ১৩ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে, রোচা পুলিশের খোঁজে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো অভিযোগ করেছে, নব-নির্বাচিত মিস ইউনিভার্স ফাতিমা বশ-এর বাবার সঙ্গে রোচার ব্যবসায়িক লেনদেন রয়েছে।

তবে ফাতিমার বাবা রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের শীর্ষ নির্বাহী বার্নান্দো বশ অভিযোগটি অস্বীকার করেছেন।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগে ফাতিমা বশ একটি নাটকীয় ঘটনার জন্ম দিয়ে ব্যাপক প্রশংসা পান। প্রতিযোগীদের সঙ্গে থাই পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল-এর একটি বৈঠকের মাঝপথে তিনি সভা ছেড়ে বেরিয়ে আসেন।

কারণ, নাওয়াত অভিযোগ তোলেন, ফাতিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডকে যথাযথভাবে প্রচার করেননি। তিনি ফাতিমাকে ‘ডাম্বহেড’ (বোকা) বলেও কটূক্তি করেন।

নাওয়াতের সামনে রুখে দাঁড়ানোর জন্য বশ প্রশংসা কুড়ান। এমনকি তার দেশের প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও তার প্রশংসা করেন।

২৫ বছর বয়সী এই সুন্দরী মঙ্গলবার জানান, তার বাবার সঙ্গে প্রতিযোগিতার মালিকদের যোগসূত্র থাকার অভিযোগের কারণে তিনি ‘অপমান, আক্রমণ এবং এমনকি মৃত্যুর হুমকিও’ পেয়েছেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতা একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় ছিল।

জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০২২ সালে ২ কোটি ডলারে প্রতিযোগিতাটি কিনে নেয়। তবে পরে তারা রোচা কান্তুর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-এর কাছে ১ কোটি ৬০ লাখ ডলারে অর্ধেক শেয়ার বিক্রি করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৫ মামলা
খুলনায় প্রবাসী সোহেল হত্যার এক আসামি গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজারে ৫৩৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার 
হাসিনা-কামালের রায়ের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউসনের আপিলের সিদ্ধান্ত
গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু ১ ডিসেম্বর
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু
বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বরগুনার লালদিয়া চর হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২২
১০