
সিলেট, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বিয়ানীবাজার উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩৫টি গুলিসহ একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
উপজেলার কুড়ার বাজার এলাকার আঙ্গুরা মোহাম্মদপুরে একটি কাঠ বাগানে ঝোপের ভিতর থেকে বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে পরিত্যাক্ত অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়। গুলিসহ এয়ারগানটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর সদর দপ্তর অধিনায়কের কার্যালয় সূত্রে জানা যায়, র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ২৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ সাতটি এয়ারগান উদ্ধার করেছে।