
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে। এতে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব, ত্যাগ ও দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে বিশেষভাবে তুলে ধরা হয়।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর মহাপরিচালক (মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল মনীশ লুথরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘অসাধারণ ও অনুকরণীয়’ হিসেবে বর্ণনা করে বলেন, দুই প্রতিবেশী দেশের জনগণ প্রয়োজনের সময় সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে ভারতের অনেক মানুষের সাহস ও সহযোগিতার কথা উল্লেখ করে তাদের ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক সাদৃশ্যের কারণে গড়ে ওঠা এই বহুমাত্রিক বন্ধুত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গভীরভাবে প্রোথিত রয়েছে।
অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান জাতি গঠনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহুমুখী ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় তাদের অবদানের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের একাধিক বীর মুক্তিযোদ্ধাসহ ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, নাগরিক সমাজের সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।