সুনামগঞ্জে পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সভা 

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:৩৯
ছবি : বাসস।

সুনামগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস): পর্যটন এলাকা খ্যাত সুনামগঞ্জ জেলাকে আরো সমৃদ্ধকরণে জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

পোগ্রাম প্রজেক্ট কো অর্ডিনেটর জাবেদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, যুগ্মসচিব আবু সেলিম মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. বুরহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।   

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যবসায়ী এটিএম হেলান, হাওর নদী বাচাও আন্দোলনের আহবায়ক ওবায়দুল হক মিলন। 

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাকে কিভাবে সুষ্ঠ সুন্দরভাবে ব্যবস্থাপনা ও সমৃদ্ধ করা যায়, সে জন্য পর্যটন উন্নয়ন কমিটিকে নজরদারি বাড়াতে হবে। পরিবেশ সম্মত সেবা কিভাবে প্রদান করা যায় সে জন্য জেলা পর্যটন উন্নয়ন কমিটিকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সদর স্কাউট সম্পাদক বুহান উদ্দিনসহ হোটেল ও নৌবোটের মালিকবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণে বিজিএমইএ ও লেকট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নারী দরদাতারা পিপিআর,২০২৫-এ নারী-বান্ধব বিধানের প্রশংসা করেছেন
১০