ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৫ মামলা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে দু’টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয় ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২৮টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, চারটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ১৬ টি বাস, পাচটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে পাঁচটি বাস, তিনটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। 

অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ৩.৬ মাত্রার ভূমিকম্প 
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ
দু’দিন ও ৮৪৭ বলে শেষ হওয়া পিচকে ‘খুব ভাল’ রেটিং আইসিসির
ডেঙ্গুতে দেশে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি
অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন জহির
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
১০