
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রথম বিদেশ সফরে তুরস্কে এরদোগানের সঙ্গে দেখা করবেন পোপ লিও চতুর্দশ। তার পোপ পদে অধিষ্ঠানের প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার তিনি তুরস্কে যাচ্ছেন। এই সফরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে একটি বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে সফরটি হতে যাচ্ছে।
ভ্যাটিকান সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
লেবাননে দ্বিতীয় পর্বের এই সফর তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে শুরু হচ্ছে, প্রথম আমেরিকান পোপ দুপুরের পরেই সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সেখানে সন্ধ্যায় তিনি কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কূটনৈতিক মহলে ভাষণ দেবেন।
লিওর প্রথম বিদেশ সফরে ৮০ জনেরও বেশি সাংবাদিক বিমানে তার সঙ্গে থাকবেন।
মে মাসে বিশ্বের ১.৪ বিলিয়ন ক্যাথলিকের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে, পোপ গণমাধ্যম পরিচালনায় নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করেছেন, তিনি প্রতি সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছানোর তার আকাঙ্ক্ষার নিদর্শন হিসেবে, লিও ভ্রমণের সময় তার সমস্ত বক্তৃতা তার মাতৃভাষা ইংরেজিতে দেবেন, যদিও সাধারণত তিনি ইতালীয় ভাষা ব্যবহার করেন।
তুরস্কে তার প্রথম ভাষণে তিনি ইসলাম নিয়ে আন্তঃধর্ম সংলাপের ওপর আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে। ৮৬ মিলিয়ন জনসংখ্যার দেশ তুরস্কের বেশিরভাগই সুন্নি মুসলিম এবং খ্রিষ্টান জনসংখ্যা মাত্র ০.১ শতাংশ।
সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের দ্বারপ্রান্তে, পোপ তার নির্বাচিত হওয়ার সময় ‘নিরস্ত্র ও অস্ত্রমুক্ত শান্তির আহ্বান জানিয়েছিলেন, তিনি এই অঞ্চলের সংকট মোকাবেলার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
সংঘাতের দ্বারপ্রান্তে থাকা মধ্যপ্রাচ্যে পোপ তার নির্বাচিত হওয়ার সময় অস্ত্রমুক্ত ও নিরস্ত্র শান্তির আহ্বান জানিয়েছিলেন, তিনি এই অঞ্চলকে উদ্বিগ্ন করে এমন সংকট মোকাবিলা করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, হলি সি তুরস্কের ২৫ লক্ষাধিক সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রচেষ্টাকেও স্বীকৃতি দেয়।
শরণার্থী ও অভিবাসীদের বিষয়ে, লিও তার পূর্বসুরী ফ্রান্সিসের পদাঙ্ক অনুসরণ করেছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অভিবাসীদের প্রতি ‘অত্যন্ত অসম্মানজনক’ আচরণের সমালোচনা করেছেন।
আঙ্কারায় লিও বৃহস্পতিবার আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।