প্লট বরাদ্দে জালিয়াতি: সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭
সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস):‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় আজ (বৃহস্পতিবার) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে একই আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে গত ১০ মার্চ আরো দু’জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২২
স্ত্রীসহ সাবেক হুইপ ইকবালুর রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফটিকছড়িতে দুই ভাই হত্যা মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার
যারা স্বাধীনতা মানে না, তারা দেশের কল্যাণ করতে পারবে না: আসাদুল হাবিব দুলু
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প
মাদকমুক্ত নিরাপদ সামাজিক পরিবেশের নিশ্চয়তা চান শৈলকুপার ভোটাররা
বরগুনায় সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
সুনামগঞ্জে তারুণ্য উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা গ্রীন ক্যাম্পেইন 
কাপ্তাইয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ
১০