
খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করে খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে নাগরিকদের ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার শুধু গণতন্ত্রকে শক্তিশালী করে না, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার পথ সুগম করে।
সাবেক এ সাংসদ বলেন, জনগণ যদি সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে দেশের উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
গতকাল বুধবার খুলনা নগরীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে দোয়া চান।
সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় এবং সিমেট্রি রোডে আর্চায্য প্রফুল্লচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নজরুল ইসলাম মঞ্জু সৌজন্য সাক্ষাত করেন।
পরে যশোর রোডস্থ ফেরিঘাট মোড়ে সোনালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্লাসহ উদ্ধর্তন কর্মকর্তা-কর্মচারী এবং রূপালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক রোকনুজ্জামানসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর ডাকবাংলা মোড়ে বিভিন্ন বেসরকারি ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে তিনি খুলনা মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সংসদ সদস্য মরহুম শাহজালাল বাবলু, মরহুম এম এ সালাম মন্টু ও অসুস্থ এড. রফিকুল ইসলামের বাসভবনে যান এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা।
তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু প্রমুখ।