নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:০৬
ছবি : বাসস

নাটোর, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): নাটোরে উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটায় নাটোর প্রেসক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণের সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ সভাপতি মো. শহীদুল হক সরকার এবং দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম মনজুর-উল-আল-হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। মৌলিক সাংবাদিকতায় বহনযোগ্য ডিভাইসের কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানে পিআইবি প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতা ছাড়াও ফ্যাক্টচেক, ফ্যাক্টচেকিং টুলস, ফ্যাক্টচেকিং : ছবি যাচাই, মোজো : ডিভাইস/ টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শর্ট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিঊ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন ও ভিডিও শুট, ভিডিও সম্পাদনা বিষয়ক সেশন উপস্থাপন করা হয়।

এর আগে নাটোর প্রেসক্লাবে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয়ের উপর তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০