ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): সেলিম খানকে আহ্বায়ক ও সামিউল ইসলাম সবুজকে সদস্য সচিব করে আমার বাংলাদেশ (এবি) পার্টির ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার গাজী ছাবের আহম্মদ ও মাসুদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম বলেন, ‘এবি পার্টি ক্ষমতার অংশীদার না হওয়ার পরেও নাগরিকরা এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে যুক্ত হচ্ছে, যা আগামী দিনে জবাবদিহিতার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘জনগণকে নাগরিক হিসেবে গড়ে তোলার রাজনীতিতে এবি পার্টি ঢাকার মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে সৃজনশীল রাজনীতি করবে। আগামী দিনে ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের দায় ও দরদের রাজনীতির মাধ্যমে ঢাকা শহরকে বাসযোগ্য নগরী তৈরির রাজনীতি করবে।’
ঢাকা মহানগর উত্তর এবি পার্টির সদ্য বিদায়ী আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন ফ্যাসিস্টরা রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে না পারে।’
এসময় সভায় উপস্থিত ছিলেন সুমাইয়া শারমিন ফারহানা, হাসান মাহমুদ শাহীন, আশরাফুল ইসলাম সুমন, শেখ মণি, ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, শামসুর নাহার রুপা, ফাতেমা সুলতানা জেরিন, আমিনা আজীম, গণি হোসেন, মাজিদুল ইসলাম, আবু আক্কাস নাদিম, মনজুরুল ইসলাম সাতচ্ছা, মুজাহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার, ইভানা শাহিন, পলি চৌধুরী প্রমুখ।