চাঁদপুর, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার পেছনে সবচেয়ে বড় দুটি কারণ হলো মাদক ও মোবাইল। এই দুটি বিষয় থেকে সন্তানদের দূরে রাখতে না পারলে পরিবার ধ্বংসের মুখে পড়ে এবং সন্তানরা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িয়ে পড়ে।
আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্তানদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পেশাগত কারণে আমরা অনেকেই ঢাকায় থাকি, কিন্তু যখন দেখি মতলব উত্তর উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, তখন খুব খারাপ লাগে। এই অপরাধ দমনে আমাদের সবাইকেই ভূমিকা রাখতে হবে।
অ্যাডভোকেট বোরহান বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য সবচেয়ে প্রয়োজন শিক্ষা। এজন্য প্রথমেই আমাদের মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ, একজন ভালো মা-ই পারেন একজন ভালো সন্তান গড়ে তুলতে, যে সন্তান তার পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলো ছড়ায়। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানে টানার কোনো সুযোগ নেই।
সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক।