সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:২৮

সাতক্ষীরা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় স্মার্টফোনসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ফকিরের মোড় থেকে বিভিন্ন ব্রান্ডের ৫২ টি ভারতীয় স্মার্টফোন ও দাঁতভাঙ্গা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী থেকে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি থেকে ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদী বিওপির আভিযানিক দল গোবরপোতা থেকে ভারতীয় মদ ও ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি ও গেড়াখালী থেকে শাড়ি ও ওষুধ জব্দ করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি থেকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল হঠাৎগঞ্জ থেকে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর থেকে এবং মাদরা বিওপির আভিযানিক দল চান্দা থেকে ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। 

এছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০