মুন্সীগঞ্জে পদ্মায় ভাঙনরোধে ফেলা হয়েছে জিও ব্যাগ 

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:৩২
ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট প্রবল স্রোতে মুন্সীগঞ্জের দিঘীরপাড় বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 

এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় ২ হাজার জিও ব্যাগ ফেলেছে। 

জানা গেছে, গত মঙ্গলবার রাতে আকস্মিক তীব্র ঘূর্ণি স্রোতে দিঘারপাড় বাজারের কামার পট্টি এলাকায় ভাঙ্গন দেখা দেয়। কোনো কিছু বুঝে উঠার আগেই ৩ থেকে ৪ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত ৩ দিনে ৭টি দোকান বিলীন হয়েছে। এছাড়া ৭ থেকে ৮ টি দোকান ঘর সরিয়ে নেওয়া হয়েছে। 

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, ভাঙনরোধে ভাঙন কবলিত ৪০ মিটার এলাকায় ২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। আগামীতে ভাঙন রোধে ব্লক ফেলা হবে।

পদ্মা সেতু থেকে দিঘীরপাড় পর্যন্ত ভাঙন রোধে একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের কাজ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। তীব্র ঘূর্ণি স্রোতে ১৫ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।

কামাড়খাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুর ইসলাম জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তীরের বালু সরে গেছে। এতে স্রোতে ভাঙন শুরু হয়েছে।

সরেজমিনে দিঘীরপার বাজারে গিয়ে দেখা যায়, ভাঙন এলাকার পাশে বিদ্যুৎ টাওয়ারটি হুমকির মুখে। নদীর দক্ষিণপাশে কান্দারবাড়ী এলাকায়ও আধা কিলোমিটার বাধ না থাকায় ভাঙন দেখা দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০