মুন্সীগঞ্জে পদ্মায় ভাঙনরোধে ফেলা হয়েছে জিও ব্যাগ 

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:৩২
ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট প্রবল স্রোতে মুন্সীগঞ্জের দিঘীরপাড় বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 

এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় ২ হাজার জিও ব্যাগ ফেলেছে। 

জানা গেছে, গত মঙ্গলবার রাতে আকস্মিক তীব্র ঘূর্ণি স্রোতে দিঘারপাড় বাজারের কামার পট্টি এলাকায় ভাঙ্গন দেখা দেয়। কোনো কিছু বুঝে উঠার আগেই ৩ থেকে ৪ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত ৩ দিনে ৭টি দোকান বিলীন হয়েছে। এছাড়া ৭ থেকে ৮ টি দোকান ঘর সরিয়ে নেওয়া হয়েছে। 

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, ভাঙনরোধে ভাঙন কবলিত ৪০ মিটার এলাকায় ২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। আগামীতে ভাঙন রোধে ব্লক ফেলা হবে।

পদ্মা সেতু থেকে দিঘীরপাড় পর্যন্ত ভাঙন রোধে একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের কাজ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। তীব্র ঘূর্ণি স্রোতে ১৫ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।

কামাড়খাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুর ইসলাম জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তীরের বালু সরে গেছে। এতে স্রোতে ভাঙন শুরু হয়েছে।

সরেজমিনে দিঘীরপার বাজারে গিয়ে দেখা যায়, ভাঙন এলাকার পাশে বিদ্যুৎ টাওয়ারটি হুমকির মুখে। নদীর দক্ষিণপাশে কান্দারবাড়ী এলাকায়ও আধা কিলোমিটার বাধ না থাকায় ভাঙন দেখা দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০