ট্যামি ব্রুসের বক্তব্য দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২০
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মনোনীত উপ-প্রতিনিধি ট্যামি ব্রুসের বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দাবি করা হচ্ছে ট্যামি ব্রুস বলেছেন, ‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যদি সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার এতে ব্যর্থ হয়, তবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং জাতিসংঘ থেকে বাংলাদেশের সদস্যপদ বাতিল করা হবে।’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওতে ট্যামি ব্রুস এসব বিষয়ে কোনো মন্তব্যই করেননি। এটি আসলে গত ২০ জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস ব্রিফিংয়ের দৃশ্য, যেখানে ভিন্ন প্রসঙ্গে করা প্রশ্নের জবাব দেন তিনি। এটি সেই প্রেস ব্রিফিংয়ের ভিডিও।

বাংলাফ্যাক্ট জানায়, ট্যামি ব্রুসের বক্তব্য দাবি করে ছড়ানো এসব কথা কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০