ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুরোনো কর্মসূচির ভিডিওকে শুক্রবারের (২৬ সেপ্টেম্বর) ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
সংস্থাটির অনুসন্ধানে দেখা যায়, গত ২৬ সেপ্টেম্বরের ঘটনা হিসেবে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো। ওই মিছিলের ছবি দিয়ে গত এপ্রিলে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানেই এ তথ্য উঠে এসেছে।
রিউমার স্ক্যানার জানায়, বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ২৬ সেপ্টেম্বরের মিছিল হিসেবে প্রচারিত ভিডিওটি আসলে পুরোনো। তাদের অনুসন্ধান টিম এটিকে ভুয়া দাবি হিসেবে শনাক্ত করেছে।
সংস্থাটি আরও জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও অ্যাকাউন্ট, পাশাপাশি দেশের ভেতর অনেক ফেসবুক অ্যাকাউন্ট থেকেও অন্তর্বর্তী সরকার, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে।
রিউমার স্ক্যানার ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুয়া তথ্য শনাক্ত করেছে বলে জানিয়েছে।