
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়াল সরকার।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি) প্রদানের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ০৬-১১-২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।
মাঠপর্যায়ে কর্মকর্তাদের থেকে জানা যায় যে, সফটওয়্যার, ইন্টারনেট, বিদ্যুৎ বিপর্যয়-এর কারণে অনেকে অনলাইনে আবেদন করতে পারেননি। তৎপরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ৩০-১১-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পূর্বের অনলাইন আবেদন গ্রহণের সকল নির্দেশাবলি/শর্তাবলি বলবৎ থাকবে। অনলাইন আবেদন এর লিংক: dss.bhata.gov.bd/online-application
এমতাবস্থায়, অনলাইন আবেদনের সময় বৃদ্ধিকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের কর্ম এলাকায় ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করবেন। তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট সমূহকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।