
নোয়াখালী, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম আজ শুক্রবার বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বাদ জুমা ফখরুল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুম মওদুদ আহমদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ব্যারিস্টার মওদুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এলাকার জনগণকে উন্নয়নমুখী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
কবর জিয়ারতে অংশ নেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম গণমাধ্যমের একটি অংশের মিথ্যা সংবাদ প্রকাশ ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি সবসময় সৎ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতাকে স্বাগত জানাই। নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত না করে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করা প্রয়োজন।’