পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২০:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫(বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে প্রেট্রোল বোমা (মলোটভ ককটেল) নিক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে।

রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম। উভয়েই ১৬ বছর বয়সী।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুই তাদের শনাক্ত করা হয়, যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল বিস্ফোরণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় সেনা ইউনিট ওই ‘ব্যক্তিদের নিমূল করেছে’।  ইসরাইলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন।

সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়।

জুদেইরা পশ্চিত তীরে অবস্থিত হলেও এটি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের অধিকৃত। এটি  এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত, যা কার্যত ইসরাইলের সঙ্গে সংযুক্ত।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে, যার বিরুদ্ধে ইসরাইলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল।

শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা এই সপ্তাহে পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ৬০ জন  ‘চিহ্নিত ব্যক্তিকে’ গ্রেপ্তার করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরাইলি নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০