মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ৩

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৮:০৯

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন বাহিনী বৃহস্পতিবার ক্যারিবিয়ানে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ এ তথ্য জানিয়ে বলেন, ওয়াশিংটনের মাদকবিরোধী এই অভিযানে মোট নিহতের সংখ্যা এখন অন্তত ৭০ জনে পৌঁছেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজগুলো লক্ষ্য করে মার্কিন বাহিনী এ ধরনের হামলা শুরু করে। বিশেষজ্ঞদের মতে, এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এমনকি ওইসব জাহাজের লোকজন মাদক পাচারকারী হলেও।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৮টি জলযান ধ্বংস হয়েছে-যার মধ্যে ১৭টি নৌকা এবং একটি আধা-ডুবন্ত যান রয়েছে। তবে ওয়াশিংটন এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি যে, এসব লক্ষ্যবস্তু মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

হেগসেথ সর্বশেষ হামলার ঘটনায় একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, পূর্ববর্তী হামলার মতো আন্তর্জাতিক জলসীমায় এটি সংঘটিত হয়েছে। একটি সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত জাহাজ লক্ষ্য করে হামলাটি করা হয়েছে।

তিনি আরও বলেন, জাহাজে থাকা তিনজন পুরুষ মাদক কারবারি নিহত হয়েছে। তবে, তাদের পরিচয় সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি।

তিনি বলেন, আমাদের মাতৃভূমির জন্য হুমকিস্বরূপ সব মাদক-সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি- যদি আপনা বেঁচে থাকতে চান, তাহলে মাদক পাচার বন্ধ করুন। যদি মাদক পাচার অব্যাহত রাখেন, আপনাকে হত্যা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১০