তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২০:২২ আপডেট: : ০৭ নভেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি ক্রিকেটের আগামী আসরের জন্য নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে দলে ভেড়াল ডারবান সুপার জায়ান্টস।

এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশি স্পিনার তাইজুলের পরিবর্তে ডারবান সুপার জায়ান্টসের হয়ে আগামী আসরে খেলবেন উইলিয়ামসন।

গত সেপ্টেম্বরে এসএ টোয়েন্টি ক্রিকেটে মেগা নিলামে প্রায় ২৯ হাজার মার্কিন ডলারে তাইজুলকে কিনেছিল ডারবান সুপার জায়ান্টস। নিলামে বাংলাদেশের আরও ১৪ ক্রিকেটারও ছিল। কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছিলেন শুধুমাত্র তাইজুলই।

কিন্তু আগামী আসরে খেলা হচ্ছে না তাইজুলের। তবে কি কারণে তাইজুল খেলতে পারবেন না, এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলেনি ইএসপিএনক্রিকইনফো।

গত আসরে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উইলিয়ামসন। ঐ আসরে দলের হয়ে সর্বোচ্চ ২৩৩ রান করেছিলেন তিনি। তারপরও নিলামের আগে উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছিল ডারবান। 

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এসএ টোয়েন্টি প্রতিযোগিতার চতুর্থ আসর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
১০