ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৯:০৯

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : ব্যাটিং ব্যর্থতায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশের যুবারা।

বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ম্যাচ ১০২ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান। 

রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল সিনোজাদার শতকে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৮ রান করে আফগানিস্তান। 

তিন নম্বরে নেমে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৬ বলে ১১২ রান করে ফয়সাল। 

তৃতীয় উইকেটে উজাইরুল্লাহ নিয়াজির সাথে ১২১ রানের জুটি গড়েন ফয়সাল। নিয়াজি ৭২ রানে আউট হন। 

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৫১ রানে ৬ উইকেট নেন। সিরিজের প্রথম ওয়ানডেতেও ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

জবাব দিতে নেমে অষ্টম ওভারে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর ১০৮ রানের জুটিতে বাংলাদেশকে লড়াই রাখেন আব্দুল্লাহ ও দেবাশিষ দেবা। ৫১ রান করা দেবার বিদায়ে ভাঙ্গে জুটি।

দেবা ফেরার পরও এক প্রান্ত আগলে রেখেছিলেন আব্দুল্লাহ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টিতে থামেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কায় ১৬০ বলে ৯৫ রান করেন আব্দুল্লাহ।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। আফগানিস্তানের আব্দুল আজিজ ৪ উইকেট নেন। 

সিরিজ হার এড়ানোর লক্ষ্যে আগামী ৯ নভেম্বর পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
১০