সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২০:৪৮

সিরাজগঞ্জ, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার রায়গঞ্জ উপজেলায় আজ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৩২) ও ফরিদুল ইসলাম (৩০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা ইউনিয়নের ডুমরাই গ্রামের বীরু শেখের ছেলে এবং ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হকের কর্মসূচীতে যোগ দিতে সলঙ্গার দিকে যাচ্ছিলেন ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। পথিমধ্যে রায়গঞ্জ উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

সড়ক দুর্ঘটনায় দুইব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০