চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২১:১৮
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুক্রবার সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

নোয়াখালী, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দল ক্ষমতায় আসলে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করবো। চাটখিল-সোনাইমুড়ী বাংলাদেশের মধ্যে অন্যতম আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলবো। এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন করবো।

আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খোকন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের এলাকার মানুষ বাংলাদেশের মধ্যে যথেষ্ট অর্থশীল। কিন্তু সঠিক জায়গায় তারা বিনিয়োগ করতে পারছে না। আমি নির্বাচিত হলে বিশ্বমানের শিল্পায়ন এ অঞ্চলে গড়ে তুলবো। যাতে এ অঞ্চলের মানুষ আরও উন্নত হতে পারে এবং রাজস্বে ভূমিকা রাখতে পারে।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্যসচিব রেজায়ে রাব্বি মাহবুব। এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০