জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতি নিয়ে ভুয়া তথ্য প্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৩০ আপডেট: : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন না-এমন দাবি করে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি মিথ্যা।

বিষয়টি ভুয়া বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি যাচাই করে মিথ্যা প্রমাণিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যুগান্তর, সময় টেলিভিশন, চ্যানেল আই, ঠিকানা ও রূপালী বাংলাদেশসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, দুই উপদেষ্টা ওই অনুষ্ঠানে ছিলেন না।

তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, তথ্যটি সঠিক নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দু’জনই ১৭ অক্টোবরের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দৈনিক কালের কণ্ঠের ফেইসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে।

এ ছাড়া, অশস ঙনধরফঁষ ঐধয়ঁব নামের ফেসবুক অ্যাকাউন্টে গতকাল প্রকাশিত এক পোস্টে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের একটি ছবি পাওয়া গেছে। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নিজে থেকেই আমাদের পাশে বসলেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনে।’

সবশেষ যাচাইয়ে বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে যে, গণমাধ্যমে প্রচারিত উপদেষ্টাদের অনুপস্থিতির খবরটি সম্পূর্ণ মিথ্যা।

বাংলাফ্যাক্টের তথ্যমতে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং দেশটি থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ভুয়া তথ্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০