ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২১:৪১
ছবি : বাসস

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওসমান হাদিকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, 'সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হচ্ছে। জাগো নিউজ২৪-এর স্টাইলে তৈরি ফটোকার্ডটির শিরোনামে দাবি করা হচ্ছে, রাজনীতিবিদ ওসমান হাদি একজন শিশুকে বাজেভাবে স্পর্শ করেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায়, জাগো নিউজ- ২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রযুক্তির সহায়তায় জাগো নিউজ ২৪- এর স্টাইলে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে উক্ত দাবি প্রচার করা হচ্ছে।'

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে শনাক্ত হয় যে 'জাগো নিউজ২৪- এর লোগো এবং ওয়েবসাইট লিংক রয়েছে। মাঝখানে যুক্ত একটি ছবিতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঘিরে কিছু লোকজনকে খাবার খেতে দেখা যায়। হাদির পাশে কমলা রঙের জামা পরা একটি শিশুকে দেখা যাচ্ছে। শিশুটির সঙ্গে আলোচিত শিশু নেহার মিল রয়েছে। অনুসন্ধানের শুরুতে সংবাদমাধ্যম জাগো নিউজ২৪- এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে গত বৃহস্পতিবার প্রকাশিত সব খবর ও ফটোকার্ড পর্যালোচনা করা হয়। জাগো নিউজ২৪- এর ফেসবুক পেজে দাবিকৃত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচ জানায়, পরবর্তীতে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে সমকালের একটি প্রতিবেদন পাওয়া যায়। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ‘শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চ’ শিরোনামের প্রতিবেদনটিতে দাবিকৃত ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ আছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার রাত থেকে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে প্রতিবেদনে শিশুকে বাজেভাবে স্পর্শ নিয়ে কোনো তথ্য নেই। ভুয়া ফটোকার্ড তৈরি করে উক্ত দাবি প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০